রিলসের নেশায় মজে বিপত্তি, নাগরদোলা থেকে পড়ে জখম ২
Reels-intoxicated fun goes awry, 2 injured after falling from a swing

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, বারুইপুর: গভীর রাতে নাগরদোলায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে ঘটে গেল দুর্ঘটনা৷ নাগরদোলা থেকে পড়ে জখম হন এক মহিলা ও কিশোরী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায়৷ তড়িঘড়ি তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া৷ তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
রিলসের নেশায় মজে বিপত্তি, নাগরদোলা থেকে পড়ে জখম ২ pic.twitter.com/l6E9Kvo3us
— TOB DIGITAL (@DigitalTob) December 12, 2024
বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলছে মিলন মেলা৷ প্রতিদিনই এন্ট্রি ফি দিয়ে এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ৷ স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা পরিবারের অন্যান্যদের সঙ্গে মিলনমেলায় এসেছিলেন৷ সবাই না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায়৷
মেলা কতৄপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন৷ তার জেরেই সামনে থাকা রড কোনভাবে খুলে যায় যার জেরে উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনায় মেলা কতৄপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে৷ যদিও তা অস্বীকার করেছেন তারা৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা৷