রাজ্যের খবর

দুর্লভ মূর্তি উদ্ধার কেতু গ্রামে, গবেষণার প্রয়োজনে সংরক্ষণ

Bilveshwar of Ketugram

The Truth of Bengal: কেতুগ্রামের বিল্বেশ্বর থেকে উদ্ধার হল পাথরের শিব  মূর্তি ও গৌরী পট। প্রাচীন সেই মূর্তি স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসোর্চ সেন্টারের হাতে তুলে দিয়েছে কেতুগ্রাম থানার পুলিশ। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়,এই ধরণের মহামূল্যবান মূর্তি সংরক্ষণের কথা তুলে ধরেছেন। কয়েকমাস আগে অজয় নদের পাড় থেকে উদ্ধার হয় বিষ্ণুমূর্তি। নারেঙ্গা গ্রামে নদীতীরে মেলে প্রাচীন প্রস্তরের বহুমূল্যবান মূর্তি । তার আগে মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রাম থেকে উদ্ধার হয় একটি বিষ্ণুমূর্তি। ২ ফুট উচ্চতার ১০ ইঞ্চি চওড়া এই প্রস্তরমূর্তিটি নদীর পাড় থেকে উদ্ধার করেন দুই যুবক।

মূর্তি উদ্ধারের পর  গ্রামবাসীতা তা মন্দিরে রেখে পুজোও শুরু করেন।এবার কাটোয়ার কেতুগ্রামের বিল্বেশ্বর থেকে মেলে প্রাচীন শিবের মূর্তি ও গৌরী পট।কেতুগ্রাম থানার পুলিশ তা তুলে দেয়  রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যাণ্ড অফিসিয়াল ট্রাস্টি  বিপ্লব রায়ের হাতে । উদ্ধার হওয়া শিব মূর্তিটি প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে শিবের অষ্ট ভৈরবের এক ভৈরব রূপ৷ এটি প্রায় ১৬০০ থেকে ১৭০০ বছরের পুরানো। আর শিবের গৌরি পটটা মনে হচ্ছে প্রায় দু’ হাজার বছরের পুরানো৷সেগুলো  নতুন মিউজিয়ামে  সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন বিপ্লব রায়।

প্রস্তর মূর্তিতে আয়রণের স্তর জমে আছে৷ সেটাকে পুনঃনির্মান করলেই বোঝা যাবে কোন পাথরের তৈরি। পূর্ব বর্ধমান জেলার পুলিস সুপার সহ কাটোয়া মহকুমা পুলিস এই ধরনের দূর্লভ প্রত্ন  সামগ্রী হস্তান্তর করে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়ার কাছে অনুমতি নিয়েই মূর্তি দুটি হস্তান্তর করা হয়েছে।আগামীদিনে গবেষণার কাজে লাগানো যাবে বলে আশা।নবান্ন থেকে জনসাধারণের কাছে  নির্দেশ জারি করা হয়েছে এই ধরণের প্রাচীন সামগ্রী প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য।পুলিশও মূর্তি উদ্ধারে সক্রিয়তা বাড়িয়েছে। প্রশাসনিক গাইডলাইন মেনে পুরনো আমলের মূর্তি বা সামগ্রী গবেষণার কাজে লাগালে তা আগামী প্রজন্মেরও সুবিধা হবে।

Free Access

Related Articles