ফের নাবালিকা ধ*র্ষ*ণ আলিপুরদুয়ারে, গ্রেফতার অভিযুক্ত
Rape of minor again in Alipurduar, accused arrested

Truth Of Bengal: Saif Khan: ফালাকাটা কাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা আলিপুরদুয়ারে। ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের হলদিবাড়িতে। নদীতে স্নান করতে যাওয়ার সময় জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা নাবালিকা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
কালীপুজোর প্রসাদ খেতে মণ্ডপে গিয়েছিল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের হলদিবাড়ির বাসিন্দা ওই ৯ বছরের নাবালিকা। সেখান থেকে বন্ধুদের সাথে ফেরার পথে খেলাধুলা করে নদীতে স্নান করতে নেমেছিল সে। অভিযোগ, তখনই তাকে অনুসরণ করে তারই প্রতিবেশী কাজল মন্ডল নামের অভিযুক্ত ওই যুবক। এরপর নাবালিকাকে জোর করে সেখান থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে।
নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী, ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত কাজলের সাথে নাবালিকাকে ফিরতে দেখেন তার মা। তা দেখেই তিনি রেগে যান। মেয়েকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কিছুই বলেনি নাবালিকা। পরে গোপনাঙ্গ থেকে রক্তপাত হলে আতঙ্কে সবকিছু খুলে বলে মেয়েটি। এরপর কাজলকে ডেকে জিজ্ঞাসা করলে সে জানায় নাবালিকা তার সঙ্গেই ছিল না। কিন্তু স্থানীয়দের চাপের মুখে ভেঙে পড়ে ঘটনার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপর সবাই মিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ক্রমাগত রক্তপাতের জেরে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে সরব হয়েছে নাবালিকার পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, আলিপুরদুয়ারের ফালাকাটার খগেনহাট এলাকায় এক ৬ বছরের নাবালিকাকে জিলিপি খাওয়ানোর নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠায় গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। গ্রেফতার হয় আরও একজন। তার রেশ কাটার আগেই ফের একবার ধর্ষণের ঘটনা সামনে আসায় উত্তেজিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।