ধর্ষণ করে খুন ! চাষের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ
Rape and murder! Woman's body recovered from farmland

Truth Of Bengal: আমডাঙায় চাষের জমি থেকে উদ্ধার হয়েছে মহিলার আধপোড়া মৃতদেহ। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এখন পর্যন্ত মহিলার পরিচয় সামনে আসেনি। শুরু হয়েছে তদন্ত।
বলা বাহুল্য, এদিন সকালে আমডাঙার হরিশচন্দ্রপুরের ওই জমিতে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। আর তখনই তারা দেখতে পান জমিতে পড়ে রয়েছে এক মহিলার আধপোড়া অর্ধনগ্ন মৃতদেহ। শরীরে রয়েছে একাধিক পোড়া দাগ। মহিলার মৃতদেহ উদ্ধার হতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই মহিলার পরিচয় জানতে পুলিশ তদন্তে নেমেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই মহিলা স্থানীয় বাসিন্দা নন। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয়। বহিরাগত কাউকে অথবা কোনও গাড়িকে এলাকায় দেখা গিয়েছে কি না, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের চলছে জিজ্ঞাসাবাদ। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে আমডাঙা থানার পুলিশ।