রাজ্যের খবর

শিশুকন্যাকে ধ*র্ষ*ণ করে খুন, পাল্টা মারে নিহত অভিযুক্ত, উত্তপ্ত ফালাকাটা

Rape and murder of baby girl, accused killed in retaliation, hot strip

Truth Of Bengal: Saif Khan: আবারো ধর্ষণ করে খুনের ঘটনা রাজ্যে। এবার ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটার খগেনহাট এলাকায়। পাল্টা গণপ্রহারে মৃত্যু হয় অভিযুক্তের।
জানা যায়, শুক্রবার দুপুরে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় মনা রায় নামে বছর বিয়াল্লিশের ওই অভিযুক্ত।

দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজি শুরু করে নাবালিকার পরিবারের লোকজন। তখনই অভিযুক্ত মনা কে নিজের বাড়ির কলে রক্তমাখা হাত পরিষ্কার করতে দেখে ফেলেন মৃত নাবালিকার ঠাকুমা। সন্দেহ হওয়ায় অভিযুক্তের ঘরে তল্লাশি চালাতেই সেখান থেকে নাবালিকার রক্তমাখা পোশাক উদ্ধার হয়। তখনই তিনি অভিযুক্তকে ধরে রেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন।

প্রতিবেশীরা এসে মনাকে জেরা করতেই ভেঙে পড়ে সে ওই ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে নেয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ধর্ষণ ও খুনের পর মৃতদেহ পাশের পুকুরে ফেলে দেয় অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ আসার আগেই এলাকার লোকজন মনা রায় নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিতে শুরু করেন। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে তাকে রক্ষা করে হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ এসে অভিযুক্তের দাবি মতো পুকুরে তল্লাশি চালিয়ে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। মৃত নাবালিকার ঠাকুমার কথায়, ” ওকে (মনাকে) রক্তমাখা হাত পা ধুতে দেখে আমার সন্দেহ হয়। তারপর ওর ঘরে গিয়ে দেখি নাতনির রক্তমাখা জামা কাপড়। তখন ওকে জাপটে ধরে চিৎকার করতে শুরু করি। সকলের সামনে ও ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করেছে।”

ফালাকাটা থানার আইসি সমেত তালুকদার বলেন, “পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না।”

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর জয়গাঁতে ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। সেক্ষেত্রে খুনের পর মৃতদেহ আগুন দিয়ে ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ওই ঘটনায় গ্রেপ্তার হয় চারজন। তার রেশ কাটতে না কাটতে ফের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা জেলায়।

Related Articles