
The Truth of Bengal: ১২৬২ খ্রিস্টাব্দে রানাঘাটের দুর্গা শর্মা বাড়ির দুর্গাপুজো শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবেই চলেছে এই পুজো। এই পুজো ৭৫৯ বছরের প্রাচীন। এখানে পূজিত দুর্গা বুড়ো মা নামে খ্যাত।বনেদি এই পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই পুজোর প্রচলন করেন রামকুমার চক্রবর্তী। তিনি দেবী দুর্গার সেবক ছিলেন।
রামকুমার পদব্রজে রাঢ়বঙ্গ ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতেই রানাঘাটে এসে পৌঁছন। তখন দুর্গোতসবের সময়।কথিত আছে, রামকুমার চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে পাঁচটি বাড়ি থেকে ভিক্ষা সংগ্রহ করে দুর্গাপুজো শুরু করেন। উল্টোরথের দিন প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এরপর পঞ্চমীতে মাকে গয়না পরানো হয়।
গত ৭৫৯ বছর ধরে ধূমধাম করে চলছে পুজো।কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এই পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। ৯ রকমের ভাজার পাশাপাশি মাকে নিবেদন করা হয় ভোগ। বুড়ো মায়ের পুজো গোটা নদিয়া জেলায় প্রসিদ্ধ। স্থানীয় মানুষজন তো বটেই, দেশবিদেশ থেকে ভক্তেরাও এই পুজো দর্শন করতে আসেন।
Free Access