রানাঘাটে ভেজাল তেলের কারখানায় হানা, বাজেয়াপ্ত তেল ও সরঞ্জাম
Ranaghat adulterated oil factory raided, oil and equipment seized

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলা যেন পেশায় পরিণত হয়েছে কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। ভোজ্য তেলের নামে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল তেল, আর সেই তেল বাজারে ছাড়া হচ্ছিল নামী সংস্থার মোড়কে। কিন্তু এবার সেই ভেজাল কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার রানাঘাটের রথতলা এলাকার একটি ভোজ্য তেলের কারখানায় শনিবার বিশেষ অভিযান চালায় রানাঘাট জেলা পুলিশের অধীনস্থ ফুড সেফটি টিম। গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল গঠন করে ওই কারখানায় হানা দেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। সেই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল তেল এবং ভেজাল তেল তৈরির নানা সরঞ্জাম।
তদন্তে উঠে আসে, কারখানাটি ভাবেশ চৌধুরী নামে এক ব্যক্তির মালিকানাধীন। পুলিশ ও ফুড সেফটি আধিকারিকদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই কারখানায় রাসায়নিক মিশিয়ে ভোজ্য তেল তৈরি করা হত। এরপর সেই তেলে নামী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত রাখা হত।
কারখানার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও রানাঘাট পুলিশ জেলায় এমন ভেজাল তেল তৈরির একাধিক কারখানায় অভিযান চালিয়ে প্রচুর তেল ও মেশিনারি বাজেয়াপ্ত করা হয়েছে। তবুও যেন সচেতনতা বা ভয়— কোনও কিছুই স্পষ্ট নয় এই অসাধু ব্যবসায়ীদের মধ্যে।
ফুড সেফটি অফিসারদের তরফে জানানো হয়েছে, মানুষের স্বাস্থ্য রক্ষায় এমন অভিযান আগামী দিনেও লাগাতার চলবে। কারবারীদের হুঁশ ফেরাতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে তৈরি পুলিশ ও প্রশাসন।