রাজ্যের খবর

শারদ উৎসবের আগে দুস্থ মানুষদের জন্য অভিনব উদ্যোগ রামকৃষ্ণ মিশনের

Ramakrishna Mission's novel initiative for the needy people ahead of Sharad Utsav

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় দুর্গামায়ের কিছু দুঃস্থ সন্তানকে নববস্ত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হল শারদোৎসব। ২৮ শে সেপ্টেম্বর, ২৪ শনিবার নবদ্বীপ ব্লকের ভালুকা রামকৃষ্ণ আশ্রম থেকে এদিন ১০০ জন দুস্থ নরনারীকে নববস্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ, মহারাজ, মিশনের সহ-সভাপতি শ্রী সব্যসাচী মন্ডল, অন্যতম সহ-সম্পাদক শ্রী সন্দীপ পাল ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিগণ।

এই বছর ভালুকাসহ নবদ্বীপের ব্লকের বিভিন্ন এলাকা শ্রীমায়াপুর ও সংলগ্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের জাহান্ননগর, চাঁদপুরসহ বিস্তীর্ণ এলাকার মোট ১৫টি জায়গা থেকে মোট ১৭০০ জন মানুষের মধ্যে নতুন শাড়ি, লুঙ্গি, ধুতি ও  শিশুদের পায়জামা-পাঞ্জাবি, ফ্রক ইত্যাদি প্রদান করা হবে বলেই এদিন  জানান নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।

Related Articles