রাজ্যের খবর

কেন্দ্রের ‘প্রতিশ্রুতির ফুলঝুরি’তে ভুগছে রেলের যাত্রীরা,তোপ মমতার

Railway passengers are suffering from Centre's 'fulfillment of promises', says Tope Mamtar

The Truth of Bengal: বর্তমান সময়ে শুধু ফ্যাশন হচ্ছে, ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে। অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেক মৃতদেহ পড়ে রয়েছে। সোমবার নিউজলপাইগুড়ির দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রককে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিরাপত্তার গাফিলতি থেকে যাত্রীদের দুর্ভোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।রাজ্য প্রশাসন যে উদ্ধারে সবরকম সাহায্য করছে সেকথা উত্তরবঙ্গে দাঁড়িয়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

রেলের বেসরকারিকরণ থেকে রেলের নিরাপত্তা বর্তমান সময়ে কোনওকিছুই ঠিকভাবে হচ্ছে না। বাহানাগার মতোই নিউজলপাইগুড়ির রাঙাপানিতে আবারও মর্মান্তিক দুর্ঘটনার পর মোদি সরকারের প্রচার সর্বস্ব রাজনীতিকে আবারও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার উত্তরবঙ্গে পৌঁছে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। আর আহতদের মধ্যে ১ জন ছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।এই বিষয়ে কেন্দ্রের সরকারের রেলকে অবজ্ঞা বা অনাথ করে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।তাঁর সাফ কথা.,এখন শুধু ফ্যাশন হচ্ছে, রেলের ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না।

উড়িষ্যার বাহানাগার দুঘর্টনা থেকে রেল যে শিক্ষা নেয়নি তাও মনে করিয়ে দেন প্রাক্তন রেলমন্ত্রী।যাত্রী পরিষেবায় গাফিলতি থেকে নিরাপত্তার দুর্বল অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সাম্প্রতিক সময়ে রেলের অব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।তিনি বলেন,শিয়ালদায় যাত্রীদের   দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝেমাঝেই। এ-ও শুনতে পাই, রাতের ট্রেনে যাত্রীদের যে বেডিং   দেওয়া হয়, তাতেও অনেক ডার্টি থিংস   থাকে। এই তো হচ্ছে অবস্থা।’’পরিষেবার মাণোন্নয়ন থেকে যাত্রীদের দুর্ভোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোনওরকম আগাম তথ্য ছাড়াই গাড়ি বাতিল করা হচ্ছে।যারজন্য মানুষের  খুব সমস্যা হচ্ছে বলেও মৃদুস্বরে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে মতপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে অনাথ রেলের কথা বলতে গিয়ে রেলের বাজেট বন্ধ করে দেওয়ার মতো বিষয় উঠে আসে।তবে রাজ্য প্রশাসন যে রেলযাত্রীদের উদ্ধারকাজে সবরকম মানবিক সাহায্য করছে সেবিষয়টি উঠে আসে তাঁর কথায়।

Related Articles