ডায়মন্ড হারবার স্টেশন পরিদর্শনে রেলওয়ে ম্যানেজারের
Railway Manager's visit to Diamond Harbour Station

Truth Of Bengal: ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ রেললাইন শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার স্টেশন পরিদর্শনে এলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজিভ সাক্সেনা। বৃহস্পতিবার দুপুরে তিনি রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ডায়মন্ড হারবার লাইনে এক পরিদর্শন অভিযান চালান।
এই ইন্সপেকশনের মূল উদ্দেশ্য ছিল নিত্যযাত্রীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখা ও জানার চেষ্টা করা। ডিআরএম রাজিভ সাক্সেনা জানান, যাত্রী পরিষেবা নিয়ে রেলের ভাবনা সবসময় অগ্রাধিকার পায়। সেই অনুযায়ী এই লাইনের প্রতিটি স্টেশনের বাস্তব অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ডায়মন্ড হারবার লাইনের যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য আগামী দিনে একাধিক পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি ডায়মন্ড হারবার লাইনের বিভিন্ন স্টেশন মাস্টারদের সঙ্গে আলোচনাও করেন, যেখানে তিনি যাত্রী পরিষেবা সংক্রান্ত তথ্য নেন এবং স্টেশনগুলির পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। ডিআরএম-এর এই পরিদর্শনকে কেন্দ্র করে রেল কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। যাত্রী পরিষেবার মানোন্নয়নে এই ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ও সরাসরি মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছেন অনেকে।