রাজ্যের খবর

জিআরপির লাঠিচার্জে স্বাভাবিক হল অশোকনগরের রেল পরিষেবা

Rail services in Ashoknagar normalized after GRP lathicharge

Truth Of Bengal: অশোকনগরে মাঝেরহাট লোকাল ট্রেনের যাত্রাপথকে ঘিরে বিক্ষোভ সকাল থেকেই, যার জেরেই ব্যাহত ট্রেন চলাচল। বহু যাত্রীরা সকালে ট্রেন ধরতে এসে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের বক্তব্য মাঝেরহাট লোকাল কোন দিন মাঝেরহাট পর্যন্ত যায়না। আর এই লোকাল নিয়মিত চলেও না বলে যাত্রীদের অভিযোগ।

আজকে সকাল ৭ টা ৩০ মিনিট থেকেই যাত্রীরা রেল অবরোধ করেন, ফলত আপ- ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকালে মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। যাত্রীদের তরফে দাবী করা হচ্ছে যে মাঝেরহাট লোকালকে কেন বারাসাত লোকাল করা হল।

এছাড়াও ৭টা ৫৩ এর লেডিস স্পেশাল ট্রেনে উঠলে ২৫০ টাকা করে ফাইন দিতে হয়। এর ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলচলেও প্রভাব পড়ে। মাঝেরহাট লোকাল কখনো বারাসাত পর্যন্ত, কখনো কলকাতা পর্যন্ত যায় এমনটাই বিক্ষোভকারীদের তরফে অভিযোগ করা হচ্ছে। সকাল থেকেই এই অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। তবে ঘটনাস্থলে এসে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ ও জিআরপি। তারা এসে লাঠি চার্জ করে আন্দোলন তুলে দিলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

Related Articles