উত্তরবঙ্গে শিল্প নির্মাণে আমূল পরিবর্তন,বাড়ছে যোগাযোগ ও রোজগার
Radical changes industrial construction in North Bengal

The Truth of Bengal: উত্তরবঙ্গে শিল্প নির্মাণের জন্য পরিকাঠামোর আমূল বদল এসেছে। সাধারণ মানুষের উপার্জনের সুযোগ বাড়াতে স্থানীয় কুটির শিল্প থেকে কর্মসংস্থানমুখী প্রকল্পে জোর দেওয়া হচ্ছে।লক্ষ্য একটাই,প্রাথমিক পরিকাঠামোর বুনিয়াদ গড়ে কাজের বাজারকে চাঙ্গা করা যায়।
সেজন্য শিল্পায়নমুখী ন্যূনতম পরিষেবা থেকে নাগরিকদের ব্যবহার উপযোগী বিষয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।কাজের গতি বাড়াতে প্রশাসনের চেষ্টার অন্ত নেই। উঃদিনাজপুরের ইসলামপুরের পণ্ডিতপোতা পঞ্চায়েত এলাকায় দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজ চলছে। সাধারণ মানুষ এই পরিষেবা পেয়ে বেশ খুশি।
সকলেই বলছেন,এত তাড়াতাড়ি কাজ করে দেখানোর মানসিকতা আগের প্রশাসন দেখায় নি। বর্তমান তৃণমূল সরকার দায়িত্বের সঙ্গে বকেয়া কাজ দ্রুত শেষ করায় জনপরিষেবার উন্নতি হচ্ছে বলে গ্রামবাসীরা মনে করছেন। হয়রানির দিন এখন শেষ। ছোট রাস্তা থেকে বড় রাস্তা সবই উন্নয়নের মানচিত্রকে রূপ বদলে দিচ্ছে।আশা গ্রামীন পরিকাঠামোর হাত ধরে গ্রামে গ্রামে রোজগার বাড়বে,চাঙ্গা হবে বাজার।