রাজ্যের খবর

পৌষের ডাকে নতুন ছন্দে উৎসব, বিকল্প মেলার আয়োজন প্রশাসনের

Poush Mela

The Truth of Bengal: শীতের হিমেল হাওয়া গায়ে মেখে পৌষমাসে শুরু হয় শান্তিনিকেতনে পৌষ মেলা।রাঙা মাটির পথ,আর পথের দুপাশে শিশির ভেজা সারি সারি সোনাঝুরি গাছের দোলা দেখা যায় এই মেলায়।শান্ত খোয়াইয়ের তীরে দাঁড়িয়ে বাউলের গান ভেসে যেত।চারিদিক থাকতো জমজমাট,চলে বিকিকিনি।এবার সেই পৌষমেলার রঙিন ছন্দে ব্যাঘাত ঘটায় বিশ্বভারতী কর্তৃপক্ষএবং শান্তিনিকেতন ট্রাস্ট। পৌষমেলার আয়োজনে খামতি দেখে এবার আসরে নামে বীরভূম   জেলা প্রশাসন। সেইমতো ২৪ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে আয়োজন করা হচ্ছে পৌষমেলা,মেলা চলবে ২৮ডিসেম্বর পর্যন্ত।ইতিহাস বিজড়িত এই মেলাকে সুন্দরভাবে আয়োজনের জন্য প্রশাসনিক তত্পরতা লক্ষ্যণীয়।এবারের এই মেলায় সরকারি কোনও স্টল থাকছে না।রবীন্দ্র স্মৃতিধন্য   ঐতিহ্য রক্ষার আ্যাপায়নে কোনরকম খামতি থাকবে না বলে আয়োজকরা জানাচ্ছেন।

পৌষ মেলার মাঠ বুকিং এর কাজ চলছে। যেহেতু এবছর হাতে সময় কম ছিল তাই অফলাইনে চলছে মেলার স্টল বুকিং এর কাজ। এবছর প্রায় ১৬০০ মতো স্টল বসতে চলেছে বলে জানিয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছে এবং স্টল বুকিং করার পরেই অস্থায়ী ছাউনি করার যে কাজ সে কাজ চলছে।

প্রতিবছর ৭পৌষ মেলার আয়োজন করা হয়।সেইদিন থেকে ৩দিন ধরে চলে এই পৌষমেলা। পৌষের আনন্দে গা ভাসাতে এবারও বাইরের মানুষ  মেলায় যোগ দিচ্ছেন।কার্যতঃ পৌষের ডাকে শান্তিনিকেতন যেন নতুনভাবে জেগে উঠেছে বলা যায়।

Related Articles