রাজ্যের খবর

পর্যটনের হাত ধরে পুরুলিয়ার অর্থনীতির বদল

Purulia's economy is changing with the help of tourism

The Truth of Bengal: পর্যটনের হাত ধরে পুরুলিয়ার অর্থনীতির বদল হচ্ছে ।হরেক ভ্রমণকেন্দ্রে যাতায়াতের রাস্তা খুলে দিতে প্রশাসনিক তত্পরতা দেখা যাচ্ছে। যাতে দূর দূরান্তের পর্যটকরা পুরুলিয়ায় এলে  মসৃণভাবে ঘোরাফেরা করতে পারে সেজন্য ঝাঁচকচকে পথ নির্মাণের কাজ শুরু হয়।পথশ্রী প্রকল্পে রাজ্যে এরমধ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তা  তৈরি   হয়েছে,খরচ হয়েছে তিন হাজার কোটি টাকা। ২২টি জেলায়   ৮,৭৬৭টি রাস্তা নির্মাণ বা মেরামত করা হয়। যার মধ্যে ৭,২১৯টি নতুন রাস্তা তৈরি হয় এবং ১,৫৪৮টি রাস্তা মেরামত করা হয়।

আর রাজ্যের মতোই পুরুলিয়ার ৪৫৬ কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার করা হয়।  ৬৫.৩২ কোটি টাকা বরাদ্দ অর্থে পুরুলিয়ার মোট ১১৭টি রাস্তা তৈরি ও সংস্কারের কাজ   হয়। এর মাঝে যেসব ছোট রাস্তার কাজ বাকি ছিল সেগুলোকেও সংস্কারের প্রলেপ দিয়ে সুনির্মাণের আওতায় আনা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে,পুরুলিয়ার সানাইজুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার নজরুরপল্লীতে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ হল।

পুজোর আগে এই পথ-গড়ার কাজ উত্সবপ্রেমী মানুষের মনে আশার আলো তৈরি করেছে।আগে রাস্তা কাদায় ভরে থাকতো।খানাখন্দের জেরে পথের ভোগান্তির মুখে পড়ত পথচারীরা।এখন বদলে গেছে শহর লাগোয়া এই রাস্তার ছবি।গাড়ি চলাচল থেকে সাধারণ মানুষের চলাচলের  সুবিধার পথ সুগম হচ্ছে।পথের শ্রী ফেরায় পুজোর দর্শনার্থী থেকে পড়ুয়া,সবাই বেশ আনন্দিত।তাঁরা বলছেন মূল রাস্তার মতোই সংযোগকারী রাস্তাতেও আর চলাফেরায় কোনও সমস্যা হচ্ছে না।তাতে বাইরের মানুষ থেকে এলাকাবাসী সবাই সমান খুশি।

Free Access

Related Articles