কাশ্মীরের জঙ্গি হানায় মৃত পুরুলিয়ার বাসিন্দা, এর জেরে বন্ধ ঝালদায়
Purulia resident killed in Kashmir militant attack, Jhalda closed due to it

Truth of Bengal: গত মঙ্গলবার কাশ্মীরের জঙ্গিরা পর্যটকদের ওপর উপর হামলা করে এবং পর্যটকদের গুলি করে। আর তাতেই নিহত হন ২৮ জন পর্যটক। আর এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ তুলে পুরুলিয়া ঝালদায় ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন ঝালদা নাগরিক মঞ্চ ও ঝালদার ক্রিকেট এসোসিয়েশন পক্ষ থেকে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ বনধ থাকবে।
সকাল থেকেই দেখা যায় ঝালদা এলাকায় রাস্তাঘাট শুনশান। দোকানপাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে। আর আজকের এই বন্ধের ডাকে সাড়া দিয়েছেন এলাকার সমস্ত মানুষজনেরা।
মঙ্গলবার কাশ্মীরের জঙ্গিদের নির্বিচার ভাবে এলোপাথাড়িগুলিতে নিহত হয়েছেন বহু পর্যটক। জঙ্গিদের হানায় নির্বিচার ভাবে এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন বাঙ্গালী তিন পর্যটক। যার মধ্যে মধ্যে রয়েছে পুরুলিয়ার ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রাও। মনীষের নিথর দেহ আজকে বাড়িতে ফিরবে বেলা বারোটার সময়, এমনই সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
ঝালদার নাগরিক মঞ্চের সূত্র থেকে জানা গিয়েছে, টমনীষীর নিথর মৃতদেহ বাড়িতে ফিরলে ঝালদা শহরে। তার এই দেহকে নিয়ে পরিক্রমা করবেন নাগরিক মঞ্চের সদস্যরা।