পূর্ব বর্ধমানে মহাসমারোহে পালিত হচ্ছে কালাচান ও ধর্মরাজের পূজা
Puja of Kalachan and Dharmaraj is being celebrated in Mahasamaroh in East Burdwan

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান : মনিরুল ইসলাম : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুর গ্রামে কালাচান ও ধর্মরাজের পূজা চলছে মহা সমারহে। ভক্ত হওয়া থেকে বানেশ্বর স্নান এর মাধ্যমে, জেষ্ঠ্য মাসের পূর্ণিমার তিথী অনুসারে পূর্ণিমার মুক্ত চাঁদের দিন এই মূল পুজোটা সূচনা হয়।
প্রথম দিন গোবিন্দের অংশ কালাচাঁদের পূজা পাঠ হয় দ্বিতীয় দিন ধর্মরাজের পুজো হয় নীল পূজোর মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটে l ৫০০ বেশি ভক্ত নানা পুজোর নিয়ম নিষ্ঠা মেনে ভক্ত হয়। বিভিন্ন গ্রাম থেকেও ভক্ত হয়। মন্দিরে ধর্মরাজ ঠাকুরকে নিয়ে একটা দোলযাত্রা বিকেলের দিকে শুরু হয় সারা রাত ধরে গ্রাম পরিক্রমা করে এবং দক্ষিণপাড়ার একটা পুষ্করণীতে ভোরের দিকে মুক্ত স্নান হয়। আরো জানা যায় ভক্তদের ভারাল খেলা সব থেকে জনপ্রিয় বহু দূর-দূরান্ত থেকে ভারাল খেলা দেখার জন্য এসে ভিড় জমান বহু মানুষ।
এই ভরাল খেলা শুরু হয় দক্ষিণপাড়ার শিব মন্দির এবং কালী মন্দিরে থেকে প্রসাদ নিয়ে কোটা গ্রাম পরিক্রমা করে মূল মন্দির কালাচাঁদ ও ধর্মরাজ উত্তরপাড়া মূল মন্দিরে আসেন । কোমপুর গ্রামে এই উৎসব প্রধান উৎসব বলে পরিচিত। পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে। গ্রামবাসীর মূল সহযোগিতায় ওই ধর্মরাজ ও কালাচাঁদ ঠাকুরের সেবায়িতরা এই পুজোটাকে সুষ্ঠ ভাবে পরিচালনা করেন।