রাজ্যের খবর

প্রায় এক দশক ধরে তীব্র জলকষ্টে বিপন্ন গঙ্গাসাগরের একাংশের জনজীবন

Public life in a part of Gangasagar has been threatened by severe water shortages for almost a decade.

Truth of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগরঃ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জল কষ্টে ভুগছে গঙ্গাসাগরের কমলপুর গ্রামের চার নম্বর কলোনির বাসিন্দারা। বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ। কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছেনা এক ফোটাও জল। অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের।

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের চার নম্বর কলোনি। এখানে প্রায় ১০ থেকে ১৫ টি পরিবারের বসবাস। এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানিয় জলের নলকূপ। বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ। কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছেনা এক ফোটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রৌদ্রে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়। পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে।

এলাকাবাসীদের অভিযোগ বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে। কিন্তু এক দশকেরও বেশি সময় পার হলেও এলাকায় কোন টিউবওয়েল বসানো হয়নি। অন্যদিকে বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকেও পড়ছেনা জল। স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জনজীবন। এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন, এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে। যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধান করা হবে।

Related Articles