রাজ্যের খবর

বিদ্যুৎ না থাকায় হেলানে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Protests in Helan over power outage, situation brought under control with police intervention

Truth of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: আরামবাগ মহকুমার খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের অন্তর্গত হেলান এলাকায় ঘটল বিদ্যুৎ সংকট ঘিরে চরম উত্তেজনামূলক ঘটনা। টানা দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল রবিবার, বিদ্যুৎ দফতরের একটি গাড়ি এলাকায় ঢুকতেই গ্রামবাসীরা সেটিকে ঘিরে ধরে শুরু করেন তীব্র বিক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, দুই দিন ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ। তীব্র গরম, তাপপ্রবাহ, পানির সংকট এবং বিদ্যুৎহীন অবস্থায় ছোট থেকে বড় সবাই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের অনেকেই বলেন, এই সমস্যা নিয়ে একাধিকবার বিদ্যুৎ দফতরে লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান মেলেনি।

রবিবার সকালে বিদ্যুৎ দফতরের গাড়ি হেলান এলাকায় ঢুকতেই উত্তেজিত গ্রামবাসীরা গাড়িটি ঘিরে ফেলেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমে বিক্ষোভ আরও উগ্র রূপ নেয় এবং গ্রামবাসীরা গাড়ি আটকে রাজ্য সড়কের উপর পথ অবরোধে বসে পড়েন। এই অবরোধে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল, তীব্র সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আলোচনায় বসে বিক্ষোভকারীদের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন।

এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চরম অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ত্রুটি ঠিক করতে তৎপরতা শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

Related Articles