বারুইপুরে ক্যানিং রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের, দাবি তিলোত্তমার বিচার
Protesting villagers blocked Canning Road in Baruipur

Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : বাবলু প্রামানিক : আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। রাজনীতির সাথে নেতৃত্বরা যেমন রাস্তায় নেমে পড়েছিল। তেমনি তিলোত্তমার বিচার চেয়ে সাধারণ জনতা রাস্তায় নেমে রাত দখলের ডাক দিয়েছিল। আবারও রবিবার সন্ধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ বারুইপুর পূর্ব বিধানসভায় বেলেগাছি গ্রামবাসী বৃন্দ।
আর জি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছে সারা বিশ্ব। ১ মাস পেরিয়েছে তবে এখনো সঠিক বিচার হয়নি। তাই এই ঘটনায় যে বা যারা জড়িত তাঁদের খুঁজে বের করুক তদন্তকারী আধিকারিকরা এবং দৃষ্টান্ত মূলক সাজার ঘোষণা করুক সুপ্রিম কোর্ট। তাই তিলোত্তমার বিচার চেয়ে জেলের হাট মিতালী সংঘ থেকে রামধারী বাস স্ট্যান্ড পর্যন্ত ২ কিলোমিটার হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী মিছিল করে বেলেগাছি, হাড়দহ, জেলের হাট গ্রামবাসী।
প্রায় ৩০ মিনিট ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তার উপর পথনাট্য করে বিক্ষোভের সামিল হলেন গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে তারপর পশ্চিমবঙ্গের কুলাঙ্গাদের ফাঁসি হওয়া চাই।