রাজ্যের খবর
নিউ জলপাইগুড়িতে ডাকাতির প্রস্তুতি নিতেগিয়ে তিন দুষ্কৃতী গ্রেফতার
Preparation of robbery in New Jalpaiguri, three criminals arrested

The Truth of Bengal: গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন কাঁচাগলিতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম রবি কুমার মাহাতো,প্রদীপ কুমার এবং শিবশঙ্কর শিকদার। রবি ও প্রদীপ ঝাড়খণ্ডের বাসিন্দা শিব শংকর ফুলবাড়ির জয়নগর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও নানা রকম জিনিসপত্র উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।