সংসার সামলে বাগদেবীর আরাধনায় বসিরহাটের প্রমিলা বাহিনী
Pramila Bahini of Basirhat takes care of her family and worships Goddess Bagdevi

Truth Of Bengal: এবার ২৪ তম বর্ষে পদার্পণ করল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালীপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের প্রমিলা বাহিনীর বাগদেবীর আরাধনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামেরই মহিলারা নিজেদের সংসারের কাজ সামলানোর পরেও নিজেরাই তৈরি করছেন প্রতিমা। উদ্যোক্তারা জানাচ্ছেন প্রতিবছর ১ ফুট করে বৃদ্ধি পায় তাদের গড়া প্রতিমা। অর্থাৎ এবার ২৪ তম বর্ষে ২৪ ফুট প্রতিমা তৈরি প্রমীলা বাহিনীর।
প্রমিলা বাহিনী বলেন, শিক্ষার হার যেভাবে দিন দিন কমছে সেই সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেই আরাধনা করবেন বাগদেবীর কাছে। পাশাপাশি পরবর্তী প্রজন্ম যেন ভালো শিক্ষার আলোতে আলোকিত হয় এমনটাই প্রার্থনা করবেন দেবীর কাছে মুকুন্দপুরের সরস্বতী পূজা। সেই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সংস্কৃতি অনুষ্ঠান হয়। এবার প্রমীলা বাহিনীর পূজার বাজেট ২ লক্ষ কুড়ি হাজার টাকা। কেই টাকাটি সম্পূর্ণ তারা নিজেরাই খরচ করেছে। সাথে তাদেরকে সাহায্য করেছেন তাদের পরিবারের সদস্যরা।