রাজ্যের খবর

৬৮৭ নাম্বার পেয়ে নবম স্থান অধিকার শান্তিপুরের মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রজ্জলের

Prajjal, a student of Municipal High School in Shantipur, secured ninth place with 687 marks.

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ ৬৮৭ নাম্বার পেয়ে সারা রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত তার পরিবার এবং গোটা শান্তিপুরবাসী। নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রজ্জ্বল ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তিনি প্রথম থেকেই স্কুলের প্রথম স্থান অধিকার করে আসতো। এবারও আশা ছিল মাধ্যমিকে সে ভালো স্থান অধিকার করবে। মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে গোটা পরিবার। ফল প্রকাশের পরে দেখা যায় নবম স্থান অধিকার করেছে শান্তিপুরের এই মেধাবী ছাত্র। তার আগামী দিনের আশা আইআইটিতে পড়াশুনা করার। তবে প্রজ্জলের পড়াশোনার কোনো সময় সীমা ছিল না। খেলাধুলা পাশাপাশি ছবি আঁকাতেও ভালোবাসত সে। ইতিমধ্যেই স্কুলের শিক্ষকরা তাকে স্বাগত জানিয়েছে।

প্রজ্জ্বল বিশ্বাস বলে, “আমার পড়াশোনার কোন সময়সীমা ছিল না। যখন মন হত তখনই পড়াশোনা করতাম। তার পাশাপাশি ক্রিকেট খেলা আমার খুব প্রিয় ছিল। নিয়মিত আমি ক্রিকেট খেলতাম।”

তার মা মিতালী দাস বলেন, “আমাদের কখনো ওকে গাইড করতে হয়নি। ও নিজের মতো করে সব সময় পড়াশোনা করতো। তবে খেলাধুলা ওর প্রিয় ছিল। তার এই সাফল্যে আমরা খুব আনন্দিত। আগামী দিনে প্রজ্জ্বল আইআইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে।”

অন্যদিকে ছেলের ফলাফলে চোখে জল বাবা প্রদ্যুৎ কুমার দাসের। তিনি বলেন, “ছোট থেকে ছেলে মেধাবী ছিল। শুধু আমরা নয় প্রতিবেশীরাও আশাবাদী ছিল মাধ্যমিকে ও ভালো ফল করবে। আগামী দিনে ওর আইআইটি নিয়ে পড়ার স্বপ্ন রয়েছে।”

Related Articles