রাজ্যের খবর

দাম বেড়েছে সমস্ত উপকরণের! সমস্যায় মৃৎশিল্পীরা

Potters in trouble

The Truth of Bengal: বাঙালির প্রাণের উৎসব। বাংলার শ্রেষ্ঠ উৎসব। বাঙালি বছরভর প্রতীক্ষায় থাকে সেই উৎসবের। দেখতে দেখতে এসেই গেল দুর্গোৎসব। দিকে দিকে প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠছে বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ। নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ব্যস্ত থিম মেকাররা। এখন ব্যস্ততার শেষ নেই মৃৎশিল্পীদের। একদিকে চলছে বৃষ্টি। অন্যদিকে বায়না মিলেছে দেরিতে।

ফলে হাতে সময় কম। নির্দিষ্ট সময়ে প্রতিমা পৌঁছে দিতে হবে মণ্ডপে। তাই কাজ চলছে জোরকদমে। তবে কপালে চিন্তার ভাঁজ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই-এর মৃৎশিল্পীদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। প্রতইমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন শিল্পীরা। মৃৎশিল্পীদের বক্তব্য, এবছর পঞ্চায়েত নির্বাচনের জন্য তাঁরা দেরিতে অর্ডার পেয়েছেন।

সময়ের মধ্যে সেই কাজ শেষ করতে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন মাটি নিয়ে। তাঁদের বক্তব্য প্রতিমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে মাটি পাওয়া যাচ্ছে না।সারা বছর প্রতিমা তৈরি করে যারা জীবিকা নির্বাহ করেন, সেই মৃৎশিল্পীরা এখন আর খুব একটা লাভবান হতে পারছেন না। কারণ, প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। ফলে তাঁদের লাভের অঙ্ক কমে গিয়েছে অনেকটাই।

Related Articles