পোস্টকার্ডে স্বীকৃতি পিংলার পটচিত্রের, আনন্দে শিল্পীরা
Postcard recognition of Pinglar Patachitra, artists rejoice

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের পিংলার ঐতিহ্যবাহী পটচিত্র এবার পেল সরকারি স্বীকৃতি। ডাক বিভাগের উদ্যোগে ডাক টিকিট ও পোস্ট কার্ডে স্থান পেল এই প্রাচীন শিল্পকলা। পিংলার এই বিশেষ শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আধিকারিকরা।
ডাক বিভাগের এক আধিকারিক বলেন, “পটচিত্র বাংলার এক অনন্য লোকশিল্প। এটি শুধুমাত্র ছবি আঁকার মাধ্যম নয়, এর মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি। ডাক বিভাগ মনে করে, এই শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাই আমরা পোস্ট কার্ড ও ডাকটিকিটের মাধ্যমে পটচিত্রকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে দেশ-বিদেশের বহু মানুষ এই শিল্পের সঙ্গে পরিচিত হবেন এবং শিল্পীরা উপকৃত হবেন।”
এ বিষয়ে খ্যাতনামা পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন, “এ এক বিরাট গর্বের মুহূর্ত আমাদের জন্য। এতদিন আমরা শুধু প্রদর্শনীতে বা মেলায় আমাদের পট দেখাতাম, এবার সরকারি ডাক বিভাগের মাধ্যমে আমাদের শিল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। এটি আমাদের পরিশ্রমের স্বীকৃতি। আমরা আশা করছি, এর ফলে আরও বেশি মানুষ আমাদের শিল্পের প্রতি আকৃষ্ট হবেন এবং পিংলার পটশিল্পীদের জীবিকা আরও মজবুত হবে।”