রাজ্যের খবর

পদ্মশিবিরকে তুলোধোনা বাম-কংগ্রেসের! তৃণমূলের ফাঁস করা ভিডিয়োয় তোলপাড় রাজ্য রাজনীতি

political reaction on Sting Video of Nabanna Rally

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে এবার নয়া অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার সকালে রয়েছে নবান্ন অভিযান কর্মসূচী। তার আগেই বিরাট অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ‘আরজি কর নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি’ অভিযোগ তৃণমূলের। ঠিক কী অভিযোগ?

মঙ্গলবার নবান্ন অভিযানের আগে সোমবার তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেন। এই বৈঠকে তিনি জানান, ‘‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’’ নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি। প্রকাশ করা ভিডিয়োতে বারবার একজনকে বলতে শোনা যায়, “বডি পড়বেই। রাবার বুলেট চলবে”। নবান্ন অভিযান নিয়ে তৃণমূল গোপন ভিডিয়ো ফাঁস করতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়।

ভিডিয়ো প্রকাশ হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। বাম ও কংগ্রেস উভয় শিবিরই বিজেপিকে দুষছে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজনীতির রং লাগানোর অভিযোগে। সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর জানায়, “বিজেপি তরুণদের আবেগকে ব্যবহার করে রাজনীতির রুটি সেঁকতে চাইছে। আশা করব বিচারের দাবিতে মূল আন্দোলন অক্ষুণ্ণ থাকবে এবং সংকীর্ণ রাজনীতির স্বার্থসিদ্ধি যাঁরা করতে চাইছেন তাঁরা বিচ্ছিন্ন হবেন।”

এরপর এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় জানান, “রাজনীতি কখনও লাশকেন্দ্রিক হতে পারে না। যাঁরা এটি করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। যাঁদের ‘বডি’ বানাতে চাওয়া হচ্ছে, তাঁদেরকেও প্রশাসন রক্ষা করুক।” তিনি বলেন, “বিজেপি বডির কথা বলে নজর ঘোরাতে চাইছে, আর তদন্ত খুন-ধর্ষণ থেকে দুর্নীতির দিকে চলে যাচ্ছে। বিজেপি ও তৃণমূল উভয়েই সমান।”

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দু’জনকে আটক করা হয়েছে। এক জন পলাতক। আটক হওয়া দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। পরে আইন মেনে পদক্ষেপ করা হবে।’’

ঘটনায় পাল্টা বিজেপির অভিযোগ, তাঁদের দলকে বদনাম করা হচ্ছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, ‘‘তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আরজি কর নিয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা সকলেই দেখেছেন। আর এখন বিজেপির দু’জনকে আটক করা হল ঘাটালে।’’

Related Articles