রাজ্যের খবর

দরিদ্র মেধাবী ইসাহাকের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে পুলিশের আন্তরিক সহায়তা

Police's sincere support to poor, talented Isahak in fulfilling his dream of higher education

Truth Of Bengal: জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র দরিদ্র মেধাবী ইসাহাক আহমেদের উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করা ইসাহাক, যিনি নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন, এখন পুলিশের সহযোগিতায় সামশেরগঞ্জ ব্লকের একটি বেসরকারি স্কুলে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন।

এক সময় যেখানে শিক্ষার আলো নষ্ট হওয়ার আশঙ্কা ছিল এবং যেখানে বাল্যবিবাহ, মাদকের অভিশাপ ও দারিদ্র বিরাজ করত, সেখানে আজ নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা এক আশার দীপ হিসেবে জ্বলছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৯ সালে মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং আজ শিক্ষার পাশাপাশি শান্তি ও সহনশীলতার প্রতীক হয়ে উঠেছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় এই মাদ্রাসা থেকে ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৭০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৩ জন হিন্দু উপজাতি ছাত্রীও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যা বহুত্ববাদমুক্ত ও শিক্ষাবঞ্চিত অঞ্চলের জন্য একটি গৌরবের বিষয়।

ইসাহাক আহমেদ একজন দরিদ্র পরিবারের সন্তান, যাঁর বাবা কাপড় ফেরি করে এবং মা বিড়ি বানিয়ে সংসার চালান। পরিবারের ৯ জন সদস্যের মধ্যে তিনি পড়াশোনার পাশাপাশি সংসারের কিছুটা দায়িত্বও বহন করেন। সকালে বিক্রেতার কাজ করে সন্ধ্যায় রাতে পড়াশোনা করার মধ্য দিয়ে তিনি মাধ্যমিকে ৭৩৮ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন এবং ব্লক স্তরে তৃতীয় স্থান অধিকার করেছেন।

ইসাহাকের নিজের কথায়, “আমি ফেরি করেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মা আমাকে বিশ্বাস করতেন, ‘তুই পারবি, বাবা।’ ফোন থাকলে হয়তো অনলাইনে ক্লাস করতাম আর ভালো নম্বর পেতাম।”

মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের পরেও বাবা আর পড়াশোনা চালিয়ে দেওয়ার সক্ষমতা না থাকার খবর জানালে তার স্বপ্ন ভেঙে পড়ার পথে এগিয়ে এসেছেন জঙ্গিপুরের পুলিশ প্রশাসন। এসপি অমিত কুমার সাউ ও আইসি নীলোৎপল মিশ্রের সহায়তায় ইসাহাক এখন উচ্চ শিক্ষায় প্রবেশ করেছেন এবং ভবিষ্যতে ডাক্তারের পেশায় গরিব মানুষের সেবা করার স্বপ্ন দেখছেব ইসাহাকের পরিবার ও গ্রামের মানুষ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাঁরা তাঁর উচ্চ শিক্ষার পথ সুগম করেছেন এবং তার ভবিষ্যৎ গড়ার আশা জাগিয়েছেন।

 

Related Articles