নিখোঁজ ৩ পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ, রহস্যের জট কাটাতে তদন্ত
Police rescued 3 missing students

The Trtuh of Bengal: পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণির ৩ পড়ুয়া। ৫দিন পর ৩ছাত্রীকে উদ্ধার করল হাবরা থানার পুলিশ। শান্তিপুর থেকে উদ্ধার করে আনে পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রের খবর, এক পড়ুয়ার মায়ের সঙ্গে শান্তিপুরের রাকেশ সাহার ফেসবুকে পরিচয় ছিল। সেই সূত্রে,রাকেশ সেই পড়ুয়ার সঙ্গেও আলাপ জমায়। তারপর স্নেহার সাক্ষাত্ করার নাম করে রাকেশ হাবরা আসে।পরে সেই রাকেশই ৩কিশোরীকে নিয়ে যায় শান্তিপুরে। এটাই মূল কারণ নাকি অন্যকোনও কারণ রয়েছে,তা খতিয়ে দেখছে পুলিশ। ৩কিশোরীর উধাও হয়ে যাওয়ার রহস্য উন্মোচন করল হাবরা থানার পুলিশ। ৫দিন পর উদ্ধার হল হাবরার কামিনী কুমার গার্লস হাইস্কুলের৩ পড়ুয়া।
৩জনই স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তি পেল। কাটল উদ্বেগ,উত্কন্ঠা। ১ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তাঁরা। অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পায়নি পরিবার। কোথায় গেল,ছাত্রীরা, শত খোঁজাখুঁজির পরেও দেখা মেলেনি তাদের। তাই থানার দ্বারস্থ হয় তারা। অবশেষে পুলিশই রহস্যের জট কাটাল। শান্তিপুর থেকে উদ্ধার করে আনল ৩ পড়ুয়াকে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পুলিশের ভূমিকার প্রশংসা করছেন। যেভাবে দ্রুততার সঙ্গে এই পডুয়াদের ফিরিয়ে আনা হল তা নজিরবিহীন বলে অনেকের অভিমত।
কিভাবে শান্তিপুরে ৩কিশোরীকে নিয়ে যাওয়া হল তার তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় নিখোঁজ ছাত্রীদের এক মায়ের সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয় রাকেশ সাহা নামে এক যুবকের। সেই রাকেশের সঙ্গেই আলাপ হয় ছাত্রীর।পরে সেই ছাত্রীর সঙ্গে দেখা করার নাম করে রাকেশ হাবরায় আসে। এরপর ৩পড়ুয়াকে নিয়ে চম্পট দেয় সে।এর পাশাপাশি অন্য কারণও উঠে আসছে। কী কারণে এই ঘটনা,সেই রহস্যের জট কাটাতে পুলিশ তদন্তে নেমেছে। হাবরা থানার পুলিশও শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে খোঁজখবর করছে। যেভাবে পুলিশ এই পড়ুয়াদের উদ্ধার করে এনেছে তাতে একটা বিষয় পরিস্কার,আন্তঃজেলা সমন্বয় গড়ে তোলার কাজ দ্রুততর হচ্ছে।