ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ
Police of Pradhannagar police station arrested five miscreants who had gathered for robbery

The Truth Of Bengal,বিশেষ সরকার, শিলিগুড়ি: ফের একবার বড়সড়ো সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়িরর দক্ষিণ সমন নগরের শিমুলগুড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
এরপর সেখানে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম সুকুমার দাস,মঙ্গল মহান্ত,সূরাজ ছেত্রী,মোহাম্মদ বুধা এবং মোহাম্মদ শফিকুল আলী।ধৃতদের মধ্যে সুকুমার আলিপুরদুয়ার,মঙ্গল বানারহাটের এবং বাকি তিনজন শিলিগুড়ির বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্র জানা গিয়েছে পুলিশের কাছে খবর আছে বেশ কয়েকজন দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে দক্ষিণ সমন নগরের শিমুলগুড়ি এলাকায়। এই খবর পেয়ে অভিযান চালিয়ে মিলে সাফল্য।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ জন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃত পাঁচজন দুষ্কৃতিকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।