রাজ্যের খবর

বরের বাড়ি থেকে হবু বউয়ের জন্য কেনা গয়না চুরি, তদন্তে পুলিশ

Police investigate theft of jewelry bought for bride-to-be from groom's house

Truth Of Bengal: বিয়ের দিন রাতে নতুন বউয়ের গয়না চুরি! জানতেই পরিবারের কপালে হাত। বৌভাতে শাশুড়ি-মা বৌমাকে কি দিয়ে আশীর্বাদ করবেন, সেই চিন্তায় ঘুম উড়েছে শ্বশুর বাড়ির লোকেদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। চুরি গেল সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলঙ্কার।

শান্তিপুর থানার অন্তর্গত কে. সি. দাস রোড, মুসলিম স্কুল সংলগ্ন এলাকায় থাকেন মীর সৌরভ সিদ্দিকী। তার বিয়ে হয় সোমবার। বাড়িতে নতুন বউকে আনেন তিনি। এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেদিন রাতেই ঘটলো এমন বিপত্তি। নিজের স্ত্রীর জন্য একটি ২৫ গ্রামের সোনার হার এবং ১ ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন, তা উধাও।

শোরগোল পড়ে যায় গোটা পরিবারে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পরিবারের দাবি, এই চুরির ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে। তারা চাইছেন অতিসত্বর পুলিশ তদন্ত করে চুরির কুলকিনারা খুঁজে বের করে সোনার গহনা গুলি উদ্ধার করার চেষ্টা করুক। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার।

Related Articles