রাজ্যের খবর
পিয়ালিতে বোমা তৈরির ল্যাবরেটরীর হদিস পেল পুলিশ
Police found the location of the bomb making laboratory in Piali

The Truth Of Bengal: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে বোমা তৈরির ল্যাবরেটরীর হদিস পেল পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার নানান ধরনের কেমিক্যাল, বারুদ সহ বোমা তৈরির নানান সরঞ্জাম। খবর পেয়ে এলাকায় অভিযান পুলিশের। এই ঘটনায় ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তরফ থেকে জানানো হয়, গোপন সুত্রে খবর পেয়ে তারা এই অভিযান চালায়। পুলিশের তরফ থেকে আরও জানানো হয় দিন সাতেকের মধ্যেই এই বোমা তৈরির কারখানার চালু করা হয়েছিল। পিয়ালীর মোল্লাখালি পাড়ায় প্রায় এক বিঘা জমির উপর তৈরি বেআইনী বাজি কারখানা।
কারখানার মধ্যেই রয়েছে বাজি তৈরির ল্যাবরেটারিও। যেখানে বোমা বানানোর নানান পরীক্ষা নিরিক্ষা করা হত। বিপুল পরিমান বাজি উদ্ধার করেছে। ল্যাবরেটারির বিষয়ে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।