রাজ্যের খবর

রামনবমী উৎসবকে কেন্দ্র করে পুলিশের দফায় দফায় রুটমার্চ

Police conduct route marches in phases to mark Ram Navami festival

Truth of Bengal: আর মাত্র সময়ের অপেক্ষা রামনবমী উৎসবের। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্য পুলিশের নির্দেশে জেলায় জেলায় চলছে পুলিশের রুট মার্চ। ঠিক তেমনি নদিয়ার হাঁসখালি বগুলা সহ বিভিন্ন জায়গায় রুটমার্চ করতে দেখা গেল পুলিশ বাহিনীদের। এদিন নদিয়ার হাঁসখালি থানার তত্ত্বাবধানে বেশ কিছু জায়গা জুড়ে পায়ে হেঁটে রুটমার্চ করা হয়।

আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে ধুমধাম করে পালন করা হবে রামনবমী উৎসব। ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করেছে রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপির হাজেরখানের সদস্য মিলে পালন করবে রামনবমী। আর রামনবমীর ঘটনার জেরে যাতে কোনভাবেই অশান্তি না ছড়ায়, এই কথাকেই মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ পদক্ষেপ।

এদিন রুটমার্চ পা মেলান হাসখলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস। ডিএসপি বর্ডার  আধিকারিকসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত প্রত্যেক বছরই রামনবমী উৎসবকে কেন্দ্র করে ধর্ম নিয়ে রাজনীতির প্রবণতা যথেষ্টই নজরে পড়ে। সেই উস্কানিমূলক বিষয়ে কে কেন্দ্র করে যাতে কোন রকম অশান্তির বাতাবরণ না হয় সেজন্যই আগে থেকেই পুলিশ যথেষ্টই সক্রিয়।  স্বাভাবিকভাবেই পুলিশের এই রুটমার্চের মধ্যে দিয়ে তা আরো একবার স্পষ্ট।

Related Articles