রাজ্যের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আটক চালক

Police car loses control and crashes, driver arrested

Truth Of Bengal: মদ্যপ অবস্থায় পুলিশ গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশ গাড়ির ড্রাইভার। দুর্ঘটনায় ভেঙে গেল পুলিশের সিগন্যাল পোস্ট। শনিবার মধ্যরাতে বারাসাত হাটখোলাতে ওই পুলিশ গাড়িটির ড্রাইভার মদ্যপ অবস্থায়  নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে ড্রেনের মধ্যে ঢুকে যায়। এদিন ওই ড্রাইভার মদ্যপ অবস্থায় পুলিশের একটি পাইলট কার নিয়ে ফিরছিলেন।

এরপর এক বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে আসে। তারা বেরিয়ে এসে পুলিশ গাড়ির ওই ড্রাইভারকে বারংবার গাড়ি স্টার্ট করতে দেখে। এরপর তাকে গাড়ি থেকে বার করে ধাক্কাধাক্কি করতে শুরু করে। পরে এই ঘটনার জন্য তাকে বারাসাত থানা পুলিশের হাতে তুলে দেয় ওই এলাকাবাসীরা। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। এরপর পুলিশ ওই এলাকায় এসে ক্রেন দিয়ে ওই পুলিশ গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

Related Articles