অবৈধ মদ তৈরির জাল ভাঙল পুলিশ! উদ্ধার জেরিকেন ভর্তি মদ
Police bust illegal liquor manufacturing ring! Jerrycans of liquor recovered

Truth of Bengal: পার্থ দাস, বীরভূম: বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার পুলিশের উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হল। মঙ্গলবার মোলপুর এবং কুলকুড়ি গ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করা হয়েছে।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে, ওই দুই গ্রামসহ আশপাশের এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি চলছে। স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা জেরিকেন ভর্তি মদ উদ্ধার করে এবং তা ঘটনাস্থলেই নষ্ট করে দেয়। মদ তৈরির বিভিন্ন সামগ্রীও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এইসব অবৈধ মদপানের ফলে সমাজে অসামাজিক কাজকর্ম ও অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে। বিশেষ করে যুবসমাজ এতে বিপথে যাচ্ছে বলে অভিযোগ।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবুও পুলিশ ও আবগারি দফতর যৌথভাবে তদন্ত শুরু করেছে। কোথাও আরও কোনও চোলাই মদের ঘাঁটি আছে কিনা, বা কোথাও এখনও মদ তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে কিনা, তা জানতেই শুরু হয়েছে তল্লাশি।
পুলিশের এমন পদক্ষেপে কিছুটা স্বস্তিতে এলাকার মানুষ। তাদের দাবি, ভবিষ্যতেও যেন এমন অভিযান নিয়মিত চালানো হয়।