রাজ্যের খবর

ইসলামপুরে ফুটপাত দখলে রাশ টানতে নেমে পড়ল পুলিশ প্রশাসন

Police administration steps in to disperse crowd occupying sidewalks in Islampur

Truth Of Bengal:সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: অবশেষে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ইসলামপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করল পুলিশ প্রশাসন। শহরের ব্যস্ততম এলাকাগুলিতে ফুটপাত দখল করে যানবাহন পার্কিং, দোকানের সাইনবোর্ড, অস্থায়ী দোকানপাট বসানোর কারণে সাধারণ পথচারীরা কার্যত হাঁটার জায়গা পাচ্ছিলেন না।

এমন পরিস্থিতিতে বারবার প্রশাসনের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন শহরের বাসিন্দারা। অবশেষে শনিবার ইসলামপুর থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের উদ্যোগে অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন ট্রাফিক ডিএসপি হরিপদ সরকার এবং ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস।

অভিযান চলাকালীন ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়, ফুটপাত জনসাধারণের পথচলার জন্য বরাদ্দ— তা দখল করা আইনত অপরাধ। মাইকিং করে ব্যবসায়ী ও গাড়িচালকদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় যাতে অবিলম্বে ফুটপাত খালি করে দেওয়া হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা হয়।

শহরের বাসিন্দারা এই প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এর ফলে জনজীবনে স্বস্তি ফিরবে এবং দুর্ঘটনার সম্ভাবনাও কমবে।

 

Related Articles