রাজ্যের খবর

অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর পুলিশ, ধানতলায় ধৃত ১৭ জন

Police active to prevent illegal intrusion, 17 arrested in Dhantala

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: সীমান্তে পুলিশের নজরদারির মধ্যেও কোনোভাবেই কমছে না অবৈধ অনুপ্রবেশের প্রবণতা। আবারও ধরা পড়ল একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়া জেলার ধানতলা থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হলেন ১৬ জন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালাল।

সূত্র অনুযায়ী, ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারানবেরিয়া নিরালাপাড়া এলাকায় কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল এই অনুপ্রবেশকারীরা। তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং বেশ কিছুদিন আগে ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

চপুলিশের দাবি, অনুপ্রবেশের পরে তারা দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে। তবে সম্প্রতি তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। ঠিক সেই সময় বৃহস্পতিবার রাতে ধানতলা থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ধৃতদের শুক্রবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়া ভারতীয় দালালকেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দালালচক্র ও অনুপ্রবেশের রুট সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সঞ্চার হলেও পুলিশ জানিয়েছে, তারা সম্পূর্ণ সতর্ক এবং এই ধরণের কার্যকলাপ দমন করতে তৎপর।

Related Articles