সমাজের অভিশাপ প্লাস্টিক, পরিবেশের স্বার্থে পুনর্ব্যবহার প্রক্রিয়া উত্তরপাড়ায়
Plastic recycling process in Uttarpara

The Truth Of Bengal : আজকের সমাজে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। আর সেই প্লাস্টিক এখন গোটা বিশ্বের কাছে উন্নয়নের অভিশাপের নাম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব জুড়ে চলছে প্লাস্টিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজা। অনেক যায়গায় অনেক কাজ হচ্ছে। এই কাজে নজির গড়েছে হুগলির উত্তরপাড়া পুরসভা। বর্জ্য ও প্লাস্টিক রিসাইক্লিং করে তৈরি হচ্ছে টেবিল-চেয়ার। মানুষের দৈনন্দিন ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে পরিবেশ বাঁচানোর এই প্রয়াস চলছে অনেকদিন ধরে।
৬টি পুরসভা এলাকা থেকে সাফাই কর্মীরা সমস্ত বর্জ্য নিয়ে আসেন উত্তরপাড়ার প্ল্যান্টে। সেখানে প্রথমে পৃথকীকরণ করা হয়। আলাদা করা হয় প্লাস্টিক। প্রথম পর্যায়ে প্লাস্টিক আলাদা হয়ে গেলে তা থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ছোট ছোট দানা তৈরি করা হয়। সেই প্লাস্টিকের দানা পৌঁছে যায় বিভিন্ন কারখানায়। তা থেকে তৈরি হয় বিভিন্ন আসবাবপত্র। এক বেসরকারি সংস্থার সঙ্গে উত্তরপাড়া পুরসভা সংযুক্তভাবে এই কাজ চালিয়ে আসছে।
এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনে এই কাজ শুরু হয়েছে। এলাকার ৬টি পুরসভা থেকে বর্জ্য প্লাস্টিক নিয়ে এসে প্রক্রিয়াকরণের মাধ্যমে আবার ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে।
প্লাস্টিকের ব্যবহার না কমালে ক্ষতি বাড়বে পরিবেশের। যার সুদূরপ্রসারী প্রভাবে মাসুল দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। তাই পরিবেশের স্বার্থে প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। প্লাস্টিককে রিসাইকেল করলে ব্যবহার কম হতে পারে প্লাস্টিকের। বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেই কাজ করে চলেছে উত্তরপাড়া পুরসভা।
FREE ACCESS