রাজ্যের খবর
Trending

মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিচ কিউরেটর

Pitch curator dies due to electrocution at Mankundu Spotting Club

The Truth Of Bengal : হুগলি জেলার মানকুন্ডুর ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক পিচ কিউরেটরের। ঘটনার জেরে  উত্তপ্ত এলাকা । মৃতের নাম অর্পন পাত্র , বয়স ২৬।  পিচ কিউরেটরকে দিয়ে বিদ্যুতের নানা কাজও করানো হত বলে অভিযোগ।  উল্লেখ্য , গত দশ বছর ধরে ক্লাবের মাঠ পিচ দেখাশোনা করতেন।ক্লাবের মাঠে জেলার ক্রিকেট সহ সিএবির খেলা হয়।গত দুদিন বৃষ্টি হওয়ায় মাঠে জল জমে।

মাঝে দুদিন বৃষ্টি হওয়ায় মাঠে জল জমে ছিল। রবিবার সকালে পাম্প চালিয়ে জল বের করা এবং পিচ প্রস্তুত করার কাজ করছিলেন তিনি ।পাম্প চালিয়ে জল বের করার সময় বিদ্যুৎ এর তার থেকে বিদ্যুৎ পিষ্ট হন । মাত্র ২৬ বছরের পিচ কিউরেটর অর্পণ পালের মৃত্যুতে এলাকায় ক্ষোভ। মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভও চলে ।

অর্পনকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে  তাকে বাঁচানো যায়নি। চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের পর সন্ধ্যায় ক্লাবের সামনে নিয়ে আসা হয়। এবং  ক্লাবের তরফ থেকে পতাকা ফুল মালা দেওয়া হয়। এবং পরিবারকে দু’লক্ষ টাকা দেওয়ার ও সিদ্ধান্ত নেয় ক্লাব।

Free Access