শুধু নাগরিক পরিষেবায় সীমাবদ্ধ নয়, এবার পিকনিক স্পট সাজাতে চলেছে পঞ্চায়েত
Picnic spots are going to be developed on both sides of the Mahananda Bridge under the initiative of the Panchayat

The Truth Of Bengal: একটু আদর্শ পরিবেশ হলেই সেখানে এখান পিকনিক স্পট গড়ে উঠছে। তবে এখন এমন অনেক জায়গা আছে, যেখানে নেই উপযুক্ত পরিকাঠামো। একটু পরিকাঠামো গড়ে উঠলেই তৈরি হতে পারে আদর্শ পর্যটনস্থল। উত্তর দিনাজপুরের চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে মহানন্দা সেতুর দুপাশে পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠতে চলেছে পিকনিক স্পটের পরিকাঠামো।
এখন আর শুধু নাগরিক পরিষেবা নয়। বিভিন্ন পুরসভার পাশাপাশি রাজ্যের একাধিক পঞ্চায়েত নিজেদের এলাকা সাজানোর কাজ করছে। সৌন্দর্যয়নের হাত ধরে বদলে যাচ্ছে এলাকা। এবার গ্রামপঞ্চায়েতের উদ্যোগে সেজে উঠছে পিকনিক স্পট। উত্তর দিনাজপুরের চোপড়ার হাপতিয়াগছে শিশু উদ্যান তৈরির সিদ্ধান্ত হয়েছে। এলাকার মানুষের অনেক দিনের দাবি, এখানে আদর্শ পরিবেশ আছে পিকনিক স্পট গড়ে তোলার। প্রতিবছর এখানে পিকনিকপ্রেমীদের ঢল নামে। চোপড়া ব্লকের হাপতিয়াগছ অনেক আগে থেকেই স্থানীয় পিকনিক স্পট হিসেবে পরিচিত। ভারত-বাংলাদেশ সীমান্তে হাপতিয়াগছ মহানন্দা সেতুর দুপাশে পিকনিক স্পটে প্রতি বছর শীতের সময় বিভিন্ন জায়গা থেকে অনেকেই পিকনিক করতে আসেন। পাশের রাজ্য বিহার থেকেও অনেকে আসে এখানে। তাই এখানে সরকারি উদ্যোগে পিকনিক স্পট গড়ে তোলার দাবি অনেকদিনের। ব্লক ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে প্রস্তাব রাখা হয়। অবশেষে গ্রামীণ এলাকার এই পিকনিক স্পটের উন্নয়নে এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। খুশি এলাকাবাসী।
হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাকির হোসেন জানিয়েছেন, এর আগেও পিকনিক স্পটের উন্নয়ন কাজের জন্য প্রস্তাব পাঠানো হয়। এবার কাজের অনুমোদন মিলেছে। ধাপে ধাপে কাজ ধরা হবে। প্রথমে ১৭ লক্ষ টাকা দিয়ে একটি শিশু উদ্যান গড়ে তোলা হবে। তারপর বাকি কাজ করা হবে। এখন প্রতিবছর এই এলাকায় বাড়ছে পিকনিকপ্রেমীদের ভিড়। শীতের আগে থেকে শুরু হয়ে যায় মানুষের আনাগোনা। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পিকনিকপ্রেমীদের ভিড়ে মুখ্র হয়ে থাকে এলাকা। সেখানে এবার সরকারি উদ্যোগে গড়ে উঠতে চলেছে পরিকাঠামো। কাজ শুরু হওয়ার খবরে বিভিন্ন মহল খুশি।
Free Access