রাজ্যের খবর

অজানা প্রাণীর হামলায় আতঙ্কিত খানাকুলের মানুষ

People of Khanakul terrified by attack by unknown creature

Truth Of Bengal: হিংস্র প্রাণীর আক্রমণে অতিষ্ঠ খানাকুলের ঠাকুরানিচকের বাসিন্দারা। কার্যতঃ তাঁদের রাতের ঘুম উড়ে গেছে। একটাই কারণে, কখন যে অজানা প্রাণী হামলা করে বসে কেউ জানে না। এর মধ্যে ৭-৮ জন সেই রহস্যময় প্রাণীর আঁচড়ে জখম হয়েছে।

তাঁদের ভর্তি করা হয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতালে। আহতদের চিকিৎসা চলছে জোরকদমে। এর ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন এই এলাকার মানুষেরা। চাষিরা মাঠে ধান কাটতে যেতে পারছেন না। বন্যপ্রাণীর কাড়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। আক্রান্তদের মুখে উঠে আসছে বন্যপ্রাণীর বেপরোয়া আচরণের কথা।

কয়েকদিন ধরেই বন্য জন্তুটি এলাকায় ঘোরাঘুরি করছে। এলাকার বাসিন্দাদের দাবি তাঁরা এর আগে এই ধরনের প্রাণী দেখেননি। এখন বাড়ি থেকে কেউ একা বের হতে ভয় পাচ্ছেন। আতঙ্কে দিনের বেলাতেও লাঠি হাতে দল বেঁধে রাস্তাঘাটে যাতায়াত করছেন অনেকে।

বিষয়টি জানানোর পর হিংস্র প্রাণীটি ধরতে বনদফতরের পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় খাঁচা বসানো হয়েছে। অজানা প্রাণীর আক্রমণের ঘটনায় এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বনদফতর।

Related Articles