রাজ্যের খবর

 বন্যপ্রাণীদের সঙ্গে সহাবস্থানের পাঠ নিতে হবে ,জঙ্গল সংলগ্ন অধিবাসীদের

People living in forest areas should learn lessons about coexistence with wildlife

Truth Of Bengal : বন্যরা জঙ্গলের ঘেরাটোপ ছেড়ে চলে আসছে লোকালয়ে।মানুষের বসতির মাঝে ঢুকে তাণ্ডব চালাচ্ছে।এই প্রবণতা ক্রমশ বাড়ছে উত্তরবঙ্গে।বক্সা ব্রাঘ্য প্রকল্পের মাঝে হাতিদের তাণ্ডব ত্রাস সৃষ্টি করছে।এতদিন উন্মত্ত হাতির পাল ফসল ধ্বংস  করছিল,এখন সুপারি গাছ ভেঙে দিচ্ছে। প্রায়দিনই জঙ্গল থেকে বেরিয়ে বেপরোয়া আচরণ করছে।

তাই কৃষকরা বেশ শঙ্কিত।জীবন-সম্পত্তি হারিয়ে কেউ কেউ বনদফতরের কাছে আর্জিও জানাচ্ছে,বন্যদের নিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার।আলিপুরদুয়ারের পূর্ব সাতালির মানুষের কাছে জ্বলন্ত সমস্যা তৈরি করেছে দাঁতাল হাতির তাণ্ডব। হাতির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আলিপুরদুয়ারের পূর্ব সাতালির বাসিন্দাদের মধ্যে।

হাতির এই তাণ্ডব রুখতে বন দফতর ব্যবস্থা নিচ্ছে।লোকালয়ে যাতে বন্যরা বেয়াদপি না করে তারজন্য বাড়ানো হয়েছে নজরদারি।বন্যপ্রাণীদের  আগ্রাসন রুখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে জোর দিচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।  তাঁদের মতে,জঙ্গলে খাবার না পেয়ে,লোকালয়ে চলে আসছে হাতিল দল।আসলে তাঁদের যাত্রাপথে জনপদ গড়ে ওঠায় বন্যপ্রাণীরা বাড়ি বা চাষের জমিতে হামলা করে বলে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন।তাই বাস্তুতন্ত্র বাঁচানোর তাগিদে বনাঞ্চল রক্ষা করা সবার কর্তব্য বলে অভিমত তাঁদের।

রাজ্য সরকার ইকো ডেভালপমেন্টে জোর দিয়েছে।ইকো ট্যুরিজিম আর্থিক উন্নয়নের যেমন পথ খুলে দিচ্ছে তেমনই আবার পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সুবিধা করে দেবে বলে আশা। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে মানবসভ্যতা বাঁচানোর জন্য বনবস্তি বা জঙ্গলসংলগ্ন এলাকার মানুষকে যে প্রাণীদের প্রতি স্নেহশীল হতে হবে সেই পরামর্শই দিচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

Related Articles