মসনদের লড়াইরাজ্যের খবর
Trending

Lok Shobha Election 2024 :তীব্র দাবদাহে দিদি নাম্বার ওয়ানের  ডাবের জলে শান্তি

Lok Shobha Election 2024 : Peace in the water of Didi number one's dub in intense storm

The Truth Of Bengal,হুগলি ,রাকেশ চক্রবর্তী:  নির্বাচন শুরু হয়ে গেছে । আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা দল জোরকদমে প্রচার সারছেন ।

আর ঠিক সেই রকমই বৃহস্পতিবার প্রচন্ড গরমে চলছে ডাব খেয়ে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার সারলেন হুগলীর প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার সর্বপ্রথম রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভার আখনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিব মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন। ওখান থেকে মহানাদ এলাকায় বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে চলে তার ভোট প্রচার।

Related Articles