রাজ্যের খবর

‘পুজোর চেয়ে বন্যায় বেশি নজর দিন’, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের বিশেষ নির্দেশ মমতার

'Pay more attention to flood than Puja', Mamata's special instructions to the ministers to control the flood situation

Truth Of Bengal: পুজোর আগে বন্যায় ভাসছে একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণের অনেক জেলা প্লাবিত হয়েছে। অন্তত কয়েক লক্ষ মানুষ ঘর ছেড়েছেন। এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি এবার রাজ্যের মন্ত্রীদের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ দিয়েছেন। নবান্ন থেকে খবর, মন্ত্রীদের পুজোর চেয়ে বন্যার দিকে বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মমতা মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিয়েছেন যে, পুজোর পাশাপাশি বন্যাও সমান গুরুত্বপূর্ণ। বন্যা হওয়া এলাকার মন্ত্রীদের পুজোর চেয়ে বন্যায় বেশি নজর দিতে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে বলা হয়েছে। যে সমস্ত এলাকায় বন্যা হয়নি, সেই এলাকার মন্ত্রীদের বন্যাকবলিত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে রবিবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের সতর্ক করে দেন যে, উৎসবের আবহেও বন্যা দুর্গতদের ভুললে হবে না। ত্রাণের কাজে অগ্রাধিকার দেওয়ার জন্য মন্ত্রীদেরও একই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles