রাজ্যের খবর

ডুয়ার্সে জ্বালানি কাঠ সংগ্রহকারীদের প্রতিহত করতে চলছে মহিলা বনকর্মীদের টহলদারি

Patrolling by women forest workers to prevent firewood collectors in Duars

Truth Of Bengal: গভীর জঙ্গলে প্রবেশ করে জ্বালানি কাঠ সংগ্রহকারীদের প্রতিহত করতে এবার জঙ্গলে চলছে মহিলা বনকর্মীদের টহলদারি। প্রতিনিয়তই ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে মানুষ বন্যপ্রাণীর সংঘাত দেখা দেয়।

সম্প্রতি আলিপুরদুয়ারের জলদাপাড়া ডিভিশনের মেন্দা বাড়িতে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে তিন মহিলার। আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য জঙ্গলে প্রবেশ করে জ্বালানি কাঠ সংগ্রহকারীদের প্রতিহত করতে তৎপর বন দফতর।

মেন্দাবাড়ির ঘটনার পর থেকেই ডুয়ার্সের মোরাঘাট রেঞ্জের জঙ্গলে বন কর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। তবে এবার পুরুষ বনকর্মীদের পাশাপাশি জঙ্গলের ভেতরে টহলদারি চালাচ্ছে মহিলা বন কর্মীরা।

যেহেতু জ্বালানি কাঠ সংগ্রহ করতে বেশিরভাগ মহিলারা গভীর জঙ্গলে প্রবেশ করে। সেজন্য মহিলা বনকর্মী থাকছে এই বিশেষ অভিযানে। মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানিয়েছেন, সম্প্রতি হাতির আক্রমণে তিন মহিলার মৃত্যু হয়েছে সেজন্য বিশেষ অভিযান চলছে।

অভিযানে রয়েছে মোরাঘাট এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড স্কোয়াডের মহিলা বন কর্মী এবং ফরেস্ট ভলেন্টিয়ার। যদিও জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহকারীদের রুখতে পরিবেশ প্রেমীদের দাবি, জঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষ বনবস্তির মানুষদের আয় কম তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়। তাদের বাড়িতে গ্যাস নেই সেজন্য তারা জঙ্গলের কাঠ সংগ্রহ করে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি জঙ্গল লাগোয়া মানুষদের জন্য বিনামূল্যে গ্যাসের ব্যবস্থা করা হলে এই সমস্যার সমাধান হতে পারে।

Related Articles