রাজ্যের খবর

সন্ধ্যা নামতেই আতঙ্ক! পাথরপ্রতিমায় বিপদসঙ্কুল রাস্তা ঘিরে প্রতিবাদ স্থানিয়দের

Panic as evening falls! Locals protest around dangerous road with stone statue

Truth Of Bengal: রেবতী মালি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক, এই ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েতের নদী পারাপার করতে গেলেই একমাত্র নৌকাই ভরসা। তার মধ্যেই রয়েছে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত যেখানে বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সরকারি অফিস বর্তমান। এমনকি রামগঙ্গায় রয়েছে বড় বাস স্ট্যান্ড যেখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায়  যাওয়ার জন্য এত রাত পর্যন্ত যাতায়াত করতে হয়।

তার মধ্যেই রামগঙ্গার সঙ্গে অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েত যাতায়াত করতে গেলেই লক্ষ্মীপুর পারাপার করতে হয়। আজ থেকে প্রায় কয়েক বছর আগে যেখানে হাটু সমাজ কাদা পারিয়ে মানুষের নৌকায় ওঠা নামা করতে হতো। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় এক কিলোমিটার তৈরি হয় সরু একটি কংক্রিট ঢালাই রাস্তা। সেখানে প্রথমদিকে বসানো হয়েছিল সৌরশক্তি লাইট। হাম ফাটে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখনো পর্যন্ত সেই লাইট আর সংস্কার করা হয়নি, এমন কি কংক্রিট  ঢালাই রাস্তা এত শুরু করেছি একটি মানুষ সাইকেল  নিয়ে গেলে অপর জনকে দাঁড়িয়ে পাশ করতে হয়। যার ফলে গর্ভবতী মা অসুস্থ মানুষ জন বৃদ্ধ-বৃদ্ধা এই এক কিলোমিটার রাস্তা চলতে গিয়ে পড়েন বিপদে। কারণ এই রাস্তায় কোন মতেই ভ্যান টোটো রিকশা ঢুকতে পারেনা।

তার উপরেই আলো না থাকায় যাত্রীরা পরের মহা বিপদে, সন্ধ্যার পর গভীর জঙ্গলের মধ্যেই বন্য জন্তুর আতঙ্কে গাছমছম করে করেই বলে অভিযোগ। যাত্রীদের দাবি অতি সত্বর রাস্তা চওড়া এবং আলোর ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি বলে, অতিসত্বর আলোর ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে,তবে রাস্তা চওড়া করার সম্ভাব নয়।

Related Articles