রাজ্যের খবর

৪৫ বছর চন্দননগরে থাকার পর গ্রেফতার পাকিস্তানি নাগরিক

Pakistani national arrested after living in Chandannagar for 45 years

Truth Of Bengal: পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ১৯৮০ সালে টুরিস্ট ভিসায় ভারতে আসা ফতেমা বিবিকে চন্দননগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪৫ বছর ধরে চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় বসবাস করছিলেন তিনি। স্থানীয় এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার গড়েছিলেন। দুই কন্যাসন্তানের মা ফতেমা বিবির বর্তমানে বয়স ষাট ছুঁইছুঁই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮১ সাল থেকেই স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা বিবি ‘নিখোঁজ’ বলে চিহ্নিত ছিলেন। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পরে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় আবার শুরু হয় খোঁজ।

ফতেমার স্বামী জানান, তার স্ত্রীর জন্ম হুগলির নালিকুলে, যদিও তার পিতা কাজের সূত্রে পাকিস্তানে চলে গিয়েছিলেন। সেই সূত্রেই রাওয়ালপিন্ডি থেকে ভারতে ফিরে আসেন ফতেমা। স্থানীয় বাসিন্দাদের মতে, তিনি বহু বছর ধরেই চন্দননগরের নাগরিকের মতোই বসবাস করছেন।

আধার, প্যান কার্ড রয়েছে তার, এমনকি ভোটার তালিকাতেও নাম রয়েছে। নাগরিকত্বের জন্য আবেদন করা হলেও তা এখনও মঞ্জুর হয়নি। অসুস্থ ফতেমাকে গ্রেফতারের ঘটনায় প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তার স্বামী ও কন্যারা জানিয়েছেন, হাঁটুর অস্ত্রোপচারের প্রয়োজন ফতেমার। প্রতিবেশীরা চাইছেন, মানবিকতার খাতিরে যেন তাঁকে মুক্তি দেওয়া হয়।

Related Articles