রাজ্যের খবর

পোষ্যের মাংস নির্মমভাবে কেটে বাজারে বিক্রি করায় পুলিশের জালে মালিক

Owner caught by police for brutally cutting pet meat and selling it in the market

Truth of Bengal: সারমেয়র মাংস কেটে বাজারে এনে বিক্রির চেষ্টা করলেন এক ব্যক্তি। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন পানবাড়ি বাজারের হাট ছিল। এদিন সকালে এক ব্যক্তি সারমেয়র মাংস নিয়ে বাজারে আসেন। রীতিমতো বাড়ি থেকে কেটে নিয়ে আসেন বাজারে। দোকানে মাংস সাজিয়ে বিক্রি করতে আরম্ভ করেন তিনি। দোকানের পাশেই রেখেছেন সেই সারমেয়র ছাল।

প্রথম দিকে স্থানীয় কয়েকজন দোকানে গেলে সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসা করতেই ওই ব্যক্তি স্পষ্ট স্বীকার করেন বিষয়টি। ঘটনার কথা জানাজানি হতেই ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম দীপ রায়। তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের হাড়িপোতা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে বেশ অসঙ্গতি মেলে। পুলিশের অনুমান, সেই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Related Articles