
The Truth of Bengal: পুজোর আগেই অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল প্রায় ৪০টি দোকান। রবিবার ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাজারে।
স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে স্থানীয়রা প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের মাত্রা ছাড়াতে থাকে। এবং দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানগুলিতে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা খবর দেন দমকলকে। প্রথম দফাতেই দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
স্থানীয়দের দাবি, কিছুটা ঘিঞ্জি এলাকা হওয়ার দরুণ, আগুন নিয়ন্ত্রণ করতে দমকলকে বেশ বেগ পেতে হয়। নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল জানিয়েছেন, পুজোর মুখে একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল ব্যবসায়ীদের। যদিও প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। এবং পুরো ঘটনাস্থল পরিদর্শন করার পর, জেলাশাসকের কাছে রিপোর্ট দেওয়া হবে। অগ্নিকাণ্ডের খবর ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি।