রাজ্যের খবর

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা! মৃত ১, আহত অন্তত ১০

Out-of-control bus hits a tree! 1 dead, at least 10 injured

Truth Of Bengal: বসিরহাট, মণ্টু সাহাজী: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখা থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের মালঞ্চ নেপাল মোড়ে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সরবেড়িয়া থেকে কলকাতা অভিমুখে আসা ডিএন-১৬ বাই-ওয়ান রুটের একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত ভ্যান, সাইকেল ও মোটরবাইকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতরা মিনাখা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, জনবহুল এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হোক।

মিনাখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে এবং বাসের চালক ও খালাসিকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Related Articles