রাজ্যের খবর

আমের জেলা মালদায় কমলা চাষ, কৌতূহল থেকে অসাধ্যসাধন চাষির

Malda Orange Cultivation

The Truth of Bengal: মালদা জেলাকে সবাই চেনে আমের জেলা হিসেবে। এই জেলার আম জগদ্বিখ্যাত। সেই জেলায় এবার চাষ হচ্ছে কমলালেবু। শীতের এলাকায় চাষ হওয়া কমলালেবু চাষ করে অসাধ্য সাধন করলেন এক যুবক। পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী চাষ করেছেন কমলালেবু৷ নিজের বাড়ি লাগোয়া জমিতে চাষ করেছেন তিনি৷ এখন অবশ্য তাঁর এই চাষ পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। সফল হলে খুব তাড়াতাড়ি তাঁর উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে৷ পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত ও পাথুরে৷ পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও মিল রয়েছে ৷

এই বিষয়টিই বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপক রাজবংশীকে৷ তখন তিনি নিজের বাড়ি লাগোয়া ১০ কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন৷ বছর চারেক আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন ১০টি ভুটানি কমলা লেবুর চারাগাছ৷ জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা৷ তার মধ্যে ৯টি গাছ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠছে৷  এবছর প্রায় দেড় কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে এই ৯টি গাছ থেকে৷ তবে দার্জিলিং কমলা লেবুর থেকে আকার খানিকটা ছোট৷ যদিও তা স্বাদে খুব মিষ্টি৷

আরও ভাল কমলা হলে বাজারজাত করবেন বলে জানিয়েছেন দীপক রাজবংশী। দীপক রাজবংশীর কমলা চাষ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন সরকারি আধিকারিকরা। জেলায় এই চাষ আরও ছড়িয়ে দিতে দীপক রাজবংশীকে কাজে লাগাবেন বলে জানিয়েছেন কৃষি আধিকারিক। প্রথাগত চাষে এখন আগের থেকে লাভ কমেছে। তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেকদিন ধরেই৷ এর আগে বাদাম, আনারস, এমনকী আরবের খেজুরও চাষ হয়েছে এই জেলায়। এবার সেই তালিকায় যুক্ত হল কমলালেবু। কমলা চাষে আরও অনেকে আগ্রহ দেখেচ্ছেন।

Related Articles