
The Truth of Bengal: বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনারপুর থানার অন্তর্গত কামারাবাদ এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছিল নতুন বছরের প্রথম দিনেই। সেই ঘটনার পর বাড়ির মালিক অসিত বরন মন্ডল সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত চোরকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
ধৃতের নাম তুফান গাজী। অভিযুক্তের বাড়ি জিবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ মাখালতলা এলাকায়। ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নতুন বছরের প্রথম দিনে পরিবার-পরিজনকে নিয়ে সোনারপুর এলাকাতেই পিকনিক করতে গিয়েছিলেন অসিত বর্ন মন্ডল।
সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের ভাঙ্গা দরজা দেখেন। ঘর থেকে সমস্ত জিনিসপত্র, সোনার গহনা এবং নগদ টাকা চুরি যায়। এরপরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে। অভিযুক্তকে মঙ্গলবার বারইপুর মহকুমা আদালতে তোলা হবে।
Free Access